Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শোকাবহ আগস্ট: চট্টগ্রামে আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২২ ১৯:৪০

চট্টগ্রাম ব্যুরো : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে মাসব্যাপী শোক কর্মসূচি শুরু করেছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।

সোমবার (১ আগস্ট) সকালে নগরীর হালিশহর বড়পোল মোড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।

এ সময় এক সমাবেশে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুর দৃশ্যমান খুনিদের বিচার হয়েছে। কয়েকজনের রায় কার্যকর হয়েছে। কিন্তু মূল হোতা ও পরিকল্পনাকারীরা এখনও অধরা রয়ে গেছে। তারাই আবার আরেকটি আগস্ট ট্র্যাজেডি ঘটানোর হুমকি দিচ্ছে। এরা প্রকাশ্যে পঁচাত্তরের হাতিয়ার-গর্জে উঠুক আরেকবার স্লোগান দিচ্ছে। এদের নির্মূল করতে একাত্তরের হাতিয়ারকে শাণিত করতে হবে।’

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার প্রধান বেনিফিশিয়ারি জিয়াউর রহমান। সেনাশাসক জিয়া চেয়েছিলেন বাংলাদেশকে পাকিস্তান বানাতে। সেই স্বপ্ন পূরণে বিএনপি-জামাত আবারও মাঠে নেমেছে। পাড়া-মহল্লায় দেশকে জনগণকে সাথে নিয়ে দূর্গ গড়ে এদের প্রতিরোধ করতে হবে।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন- নগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ ও শফিক আদনান, সম্পাদকমন্ডলীর সদস্য শফিকুল ইসলাম ফারুক, সৈয়দ হাসান মাহমুদ শমসের, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, হাজী মোহাম্মদ হোসেন, হাজী জহুর আহমদ, আব্দুল আহাদ।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/একে

আওয়ামী লীগ শোক দিবসের কর্মসূচি শোকাবহ আগস্ট

বিজ্ঞাপন
সর্বশেষ

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর