Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২২ ১৯:৫১

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মিরপুরে একটি ভবনে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোশারফ হোসেন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (১ আগস্ট) বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা পৌনে সাতটার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মৃত মোশারফের ছেলে মো. হৃদয় হোসেন জানান, তারা মিরপুর ১৩ নম্বর সেকশনের বি-ব্লক,২১ নম্বর বাসায় থাকেন। তার বাবা ইলেক্ট্রিক মিস্ত্রির কাজ করতেন।

হৃদয় আরও জানান, তাদের পাশের একটি এক তলা বাড়ির ছাদে উঠে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ করছিলেন মোশারফ। এ সময় সেখানে বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে মাথায় আঘাত পান। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় মার্কস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে নিলে তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/একেএম

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে ডেঙ্গুতে তরুণের মৃত্যু
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২২:১০

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর