Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কুশীলবদের মুখোশ উন্মোচনে কমিশন হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২২ ২১:১৭

চট্টগ্রাম ব্যুরো: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ইতিহাস সংরক্ষণে কমিশন গঠনের তাগিদ দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। জিয়াউর রহমানসহ বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের কুশীলবদের মুখোশ উন্মোচনে এ কমিশন গঠন প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার (১ আগস্ট) বিকেলে চট্টগ্রাম রেলস্টেশনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর’ উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে। ইতিহাসকে যদি সঠিকভাবে তথ্য দিতে হয়, পাঁচশ বছর পরের প্রজন্ম যাতে ইতিহাস সঠিকভাবে জানতে পারে, সেজন্য একটি কমিশন গঠন প্রয়োজন। জিয়াউর রহমানসহ যারা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের কুশীলব ছিল তাদের মুখোশ উম্মোচন হওয়া প্রয়োজন, ইনশাল্লাহ সেটি হবে। এটি যদি আমরা না করি আজ থেকে পঞ্চাশ বছর পরের প্রজন্ম সঠিক ইতিহাস জানবে না।’

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের নথিপত্রের অনুলিপি রেলওয়ের ভ্রাম্যমাণ জাদুঘরে রাখার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘সেখানে যারা জবানবন্দি দিয়েছেন, তারা জিয়াউর রহমান কোন অবস্থায় ছিল, খোন্দকার মোশতাক কী অবস্থায় ছিল এগুলো বিস্তারিত বলেছেন।’

হাছান মাহমুদ বলেন, ‘যে দেশীয় এবং আন্তর্জাতিক শক্তি বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধাচারণ করেছিল, সেই দুই শক্তি একীভূত হয়ে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে। আর সেই হত্যাকাণ্ডের অন্যতম প্রধান কুশীলব ছিল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। বঙ্গবন্ধুকে হত্যা করার পর জিয়াউর রহমানকেই সেনাবাহিনীর প্রধান নিয়োগ করেছিল খোন্দকার মোশতাক। যখন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের খবর জিয়াউর রহমানের কাছে সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া হলো, তখন তার জবাব ছিল- সো হোয়াট, ভাইস প্রেসিডেন্ট ইজ দেয়ার।’

বিজ্ঞাপন

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফারুকুজ্জামান, পূর্বাঞ্চলের প্রধান যান্ত্রিক প্রকৌশলী বোরহান উদ্দিন।

সারাবাংলা/আরডি/একেএম

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

ঢাকার পথে প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৩

সম্পর্কিত খবর