Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাছ কাটা বন্ধের নির্দেশ, নেওয়া হবে ব্যবস্থা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২২ ২১:৪৭

সিরাজগঞ্জ: জেলায় সদর উপজেলার বহুলী ইউনিয়নের খাগা উচ্চ বিদ্যালয়ের গাছ কাটা বন্ধে নির্দেশনা দিয়েছেন কর্তৃপক্ষ। ফলে বাকি গাছগুলো আর কাটতে পারেননি বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষক। এছাড়াও আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

এদিকে সরেজমিন দেখার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এলিজা সুলতানা। মঙ্গলবার (২ আগস্ট) এ তথ্য জানিয়েছেন এই শিক্ষা কর্মকর্তা।

বিজ্ঞাপন

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিদুর রহমান বলেন, ‘উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নির্দেশে গাছ কাটা বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি দু-একেই বিদ্যালয়ে এসে সরেজমিনে দেখে ব্যবস্থা নেবেন।’

তবে কাটা গাছগুলো কেন সরিয়ে নেওয়া হয়েছে— এ প্রশ্নের তিনি বলেন, ‘আমরা নির্দেশনা পাওয়ার আগেই যে কয়টি গাছ কাটা হয়েছিল সেগুলো করাত কলে নেওয়া হয়েছিল।’

তবে শিক্ষা কর্মকর্তা এলিজা সুলতানা বলেন, ‘যেহেতু তারা আগেই গাছগুলো করাতকলে নিয়ে গিয়েছিল তাই আমরা গাছগুলো করাতকলে ওভাবেই অক্ষত রাখতে নির্দেশনা দিয়েছি। আমি জানার পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে তাদের গাছ কাটা বন্ধ রাখতে নির্দেশনা দিয়েছি।’

তিনি বলেন, ‘গতকাল সারাদিন বৃষ্টি থাকার কারণে এবং আজকে আমাদের একটা প্রশিক্ষণ থাকায় আমি প্রতিষ্ঠানে যেতে পারিনি। তবে আগামীকাল বুধবার (৩ আগস্ট) বিদ্যালয়ে গিয়ে সরেজমিনে দেখে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সিরাজগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশুকাতে রাব্বি বলেন, ‘আমি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি। এছাড়াও তারা গাছগুলো করাতকলে নেওয়ার অধিকার রাখেন না। যদি সেটা নিয়ে থাকেন তাহলে শিক্ষা কর্মকর্তা কি করছেন আমি বিষয়টা দেখছি।’

বিজ্ঞাপন

এছাড়াও যেহেতু গাছগুলো কেটে তারা অপরাধ করেছেন তাই তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইউএনও মাশুকাতে রাব্বি।

উল্লেখ্য, জেলা সদরের বহুলী ইউনিয়নের খাগা উচ্চ বিদ্যালয়ের প্রায় ২০ বছরের পুরানো লক্ষাধিক টাকার কয়েকটি গাছ নিয়ম না মেনেই কাটা শুরু করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি। শুধু তাই নয়, গাছ কাটার জন্য ভেঙে ফেলা হচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের আঞ্চলিক সড়কের কিছু অংশও। ম্যানেজিং কমিটির সভাপতি স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হওয়ায় এ বিষয়ে প্রতিবাদ করতে পারছিলেন না কেউ।

সারাবাংলা/এনএস

গাছ কাটা বন্ধ বহুলী ইউনিয়নের খাগা উচ্চ বিদ্যালয় সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২
২৩ নভেম্বর ২০২৪ ১৭:৩১

বাঘায় কৃষককে গলা কেটে হত্যা
২৩ নভেম্বর ২০২৪ ১৬:৪৩

আরো

সম্পর্কিত খবর