ঢাকা: গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচি টেস্ট রিলিফ (টিআর) ও কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা)’ র কাজ সম্পাদনে আবাদি জমির ক্ষতি না করে প্রয়োজনীয় বিকল্প পদ্ধতি খুঁজে বের করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
বুধবার (৩ আগস্ট) একদশ জাতীয় সংসদের ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ( ছেলুন), মো. আফতাব উদ্দিন সরকার, মীর মোস্তাক আহমেদ রবি, জুয়েল আরেং এবং মজিবুর রহমান চৌধুরী বৈঠকে অংশগ্রহণ করেন।
সংসদ সচিবালয় জানায়, মন্ত্রণালয়ের ত্রাণসামগ্রী যথাযথভাবে বিতরণ নিশ্চিত করার জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক হতদরিদ্র ও দরিদ্র মানুষের ডাটাবেজ তৈরির কার্যক্রমটি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সম্পন্ন করার জন্য বৈঠকে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
বৈঠকে গত সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন-অগ্রগতি পর্যালোচনা, সমগ্র বাংলাদেশে বর্তমান বন্যার পরিস্থিতি, ক্ষয়ক্ষতির পরিমাণ ও মন্ত্রণালয় কর্তৃক গৃহীত পরবর্তী কার্যক্রম, উপকূলীয় অঞ্চলে বহুমুখী সাইক্লোন সেন্টার নির্মাণ (সংশোধিত) প্রকল্প সম্পর্কে আলোচনা করা হয়।
এ ছাড়া উপকূলীয় অঞ্চলে বিদ্যমান ২১৯টি সাইক্লোন সেন্টার ও নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে সাইক্লোন সেন্টারগুলোকে ‘সাইক্লোন সেন্টার কাম স্কুল’ এর নকশায় করা যায় কিনা বৈঠকে তা বিবেচনায় নেয়ার সুপারিশ করে কমিটি।
বৈঠকের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ ই আগস্টে শাহাদতবরণকারী সব শহিদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।