মহাখালীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
৪ আগস্ট ২০২২ ০৮:৩৮
ঢাকা: রাজধানীর মহাখালীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় আবদুল আজিজ (৪৭) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি ট্রাফিক বিভাগে সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।
গতকাল বুধবার (৩ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে মহাখালী সেতু ভবনের বিপরীত পাশে দুর্ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষ অবস্থায় আবদুল আজিজকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাড়ে ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত পুলিশ সদস্যের বাড়ি জয়পুরহাট ক্ষেতলাল উপজেলায়। বর্তমানে উত্তরা এলাকায় থাকতেন এবং গুলশান ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহিন আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মহাখালী সেতু ভবনের বিপরীতরপাশে দায়িত্বপালন করছিলেন আবদুল আজিজ। এ সময় বিকাশ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস তাকে সজরে তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। আহত অবস্থায় তাকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নেওয়া হলে মারা যান তিনি।
তিনি আরও জানান, ঘটনার পর পরই বাসটি জব্দ করা হয়েছে। অভিযান চালিয়ে চালককে গ্রেফতার করা হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রাতেই শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
সারাবাংলা/এসএসআর/এনএস