Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোলা জেলা ছাত্রদল সভাপতির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২২ ১৩:৩৫

ঢাকা: পুলিশের গুলিতে নিহত ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের (৩৮) মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) বেলা ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষ হয়।

ময়নাতদন্ত শেষে ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. কাজী গোলাম মোকলেসুর রহমান বলেন, পোস্টমর্টেমের ফাইন্ডিংসগুলো পর্যালোচনা করে রিপোর্টে আমরা আমাদের মতামত উল্লেখ করে দেবো। পরিক্ষা-নিরীক্ষার জন্য আমরা মরদেহ থেকে ট্যিস্যু রেখেছি। এই রিপোর্টগুলো পাবার পর আমরা পূর্ণাঙ্গ একটি রিপোর্ট দিতে পারব।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মরদেহে কিছু পিলেট ইনজুরি ছিল।

এর আগে, বুধবার রাত ৯টার দিকে ফ্রিজিং এ্যাম্বুলেন্স যোগে কমফোর্ট হাসপাতাল থেকে নুরে আলমের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন।

ঢামেক মর্গে বিএনপির ভাইস-প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এ, জেড, এম জাহিদ হোসেন জানান, মর্গ থেকে মরদেহটি পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজার পর তার গ্রামের বাড়ি ভোলায় নিয়ে যাওয়া হবে।

গত ৩১ জুলাই ভোলায় বিএনপি ও পুলিশের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হন ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম। আহত নুরে আলমকে ওই দিন রাত ৯টা ৫৫ মিনিটে রাজধানীর কমফোর্ট হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বেলা ৩টায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন- সংঘর্ষে গুলিবিদ্ধ ভোলা ছাত্রদল সভাপতির মৃত্যু

সারাবাংলা/এসএসআর/এসএসএ

ছাত্রদল সভাপতির মরদেহ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর