Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২২ ১৮:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর কদমতলীর জুরাইনে নির্মানাধীন একটি ভবন থেকে আরেক ভবনের ছাদে পড়ে আবুল কালাম (৫০) নামে এক শ্রমিক মারা গেছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে পুর্ব জুরাইন হাজি খোরশেদ আলী রোডে ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় স্থানীয় দুই কিশোর ওই শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা পৌনে ৩টার দিকে মৃত ঘোষণা করে।

ওই শ্রমিককে হাসপাতালে নিয়ে আসা কিশোর হিমেল জানায়, পূর্ব জুরাইনে নির্মানাধীন একটি ভবনে কাজ করছিল ওই ব্যক্তি। হঠাৎ ভবনের পাঁচ তলা থেকে পাশের একটি একতলা ভবনের ছাদে পড়ে যায় সে। পরে ওই ভবনের ও স্থানীয় কিছু লোক সিএনজিতে করে আমাদের দুজনকে দিয়ে হাসপাতালে পাঠিয়ে দেয়।

বিজ্ঞাপন

হাসপাতালে মৃত কালামের চাচাতো ভাই আব্দুর রাজ্জাক জানান, তাদের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বটকাজল গ্রামে। বাবার নাম মৃত আলি ফকির। সে বর্তমানে জুরাইন এলাকাতেই থাকতো এবং রাজমিস্ত্রীর কাজ করতো।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

নির্মাণাধীন ভবন শ্রমিকের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর