Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসের ধাক্কায় ট্রাফিক পুলিশের মৃত্যু: চালক কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২২ ১৯:৪৮

ঢাকা: মহাখালীতে বিকাশ পরিবহনের বাসের ধাক্কায় দায়িত্বরত অবস্থায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল আজিজ মোল্লার মৃত্যুর মামলায় গ্রেফতার চালক সুজনের জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) মামলাটির তদন্ত কর্মকর্তা বনানী থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) শাহীন আলম আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নূরের আদালত এ আদেশ দেন।

এদিকে আসামির পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধীতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে সুজনকে কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন

জানা যায়, গত ৩ আগস্ট মহাখালী ফ্লাইওভারের ঢালে বিকাশ পরিবহনের যাত্রীবাহী একটি বাস ডিউটিরত অবস্থায় থাকা এএসআই আবদুল আজিজকে ধাক্কা দেয়। এতে তিনি মাথার পেছনে ও পায়ে মারাত্মকভাবে জখমপ্রাপ্ত হন। পরে অবস্থা সংকটাপন্ন হওয়ায় আইসিইউ অ্যাম্বুলেন্সযোগে তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আবদুল আজিজের স্ত্রী স্মৃতি আরা বনানী থানায় সড়ক পরিবহন আইনে মামলাটি করেন।

নিহত আবদুল আজিজ গুলশান ট্রাফিক বিভাগের মহাখালী জোনের কর্মরত ছিলেন।

সারাবাংলা/এআই/একে

কারাগার পুলিশ বাসচাপায় মৃত্যু বাসচালক

বিজ্ঞাপন

পবিত্র আশুরা আজ
৬ জুলাই ২০২৫ ০৩:১৮

আরো

সম্পর্কিত খবর