Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খেলাফত আন্দোলনের সঙ্গে ইসলামী আন্দোলনের মতবিনিময়

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২২ ২১:৪৪

ঢাকা: বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা শাহ্ আতাউল্লাহ’র সঙ্গে সাক্ষাৎ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

বৃহস্পতিবার (৪ আগস্ট) আছরের পর কামরাঙ্গীরচরে খেলাফত আন্দোলনের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় দুই দলের দুই শীর্ষ নেতা দেশের বর্তমান পরিস্থিতিতে করণীয় ও সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিবের সঙ্গে ছিলেন দলটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও সহকারী মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

বাংলাদেশ খেলাফত আন্দোলন নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী প্রমুখ।

সারাবাংলা/এজেড/একে

ইসলামী আন্দোলন মতবিনিময়

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর