আড়াইহাজারে মোটরসাইকেলের ধাক্কায় মাদরাসা শিক্ষক নিহত
৪ আগস্ট ২০২২ ২৩:২৩
ঢাকা: নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় মুফতি আব্দুর রউফ (৫২) নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। তিনি আড়াই হাজারের সাঈদিয়া কারিমিয়া মাদরাসার শিক্ষক ছিলেন।
বৃহস্পতিবার (৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আড়াইহাজারের পরাবর্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
আব্দুর রউফের ছেলে মাশরুর হাসান বলেন, তাদের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দাদপুর গ্রামে। বর্তমানে তারা আড়াইহাজারের পরাবর্দী এলাকায় থাকতেন।
মাশরুর আরও জানান, তার বাবা আব্দুর রউফ ওই মাদরাসার কিতাব বিভাগের শিক্ষক এবং মসজিদের খতিব ছিলেন। সন্ধ্যার দিকে বাসার সামনের মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল ধাক্কায় দিলে তিনি গুরুতর আহত হন। পরে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে তিনি মারা যান।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/পিটিএম