Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ কামালকে জাতি আজীবন স্মরণ রাখবে: বস্ত্র ও পাটমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২২ ১২:১৭

শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, ছবি: সারাবাংলা

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালকে জাতি আজীবন স্মরণ রাখবে। ক্রীড়াঙ্গন, মুক্তিযোদ্ধা, সামরিক বাহিনীতেও ব্যাপক অবদান রেখেছেন তিনি।’

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহিদ শেখ কামালের ৭৩তম জন্মদিন উপলক্ষ্যে শুক্রবার (৫ আগস্ট) সকা‌লে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্ত‌ব্যে বস্ত্র ও পাটমন্ত্রী এসব কথা ব‌লেন। এর আগে, জেলার রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় উপ‌জেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গ‌নে শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

বিজ্ঞাপন

এ বিষয়ে গোলাম দস্তগীর গাজী বলেন, ‘শহীদ শেখ কামাল ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠন ও পুনর্বাসন কর্মসূচির এবং সমাজের পশ্চাৎপদ জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে সমাজ চেতনায় উদ্বুদ্ধ করতে মঞ্চনাটক আন্দোলনের ক্ষেত্রে শেখ কামাল ছিলেন প্রথম সারির সংগঠক। শেখ কামাল বন্ধু শিল্পীদের নিয়ে গড়ে তুলেছিলেন ‘স্পন্দন’ শিল্পীগোষ্ঠী। এছাড়া ঢাকা থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতাও ছিলেন তিনি। অভিনেতা হিসেবেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যাঙ্গনে প্রতিষ্ঠিত ছিলেন।’

তিনি আরও বলেন, ‘শৈশব থেকে ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেটবলসহ বিভিন্ন খেলাধুলায় খুবই উৎসাহ ছিল শেখ কামালের। তিনি উপমহাদেশের অন্যতম ক্রীড়া সংগঠন ও আধুনিক ফুটবলের প্রবর্তক আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা ছিলেন। বাংলাদেশ ছাত্রলীগের একজন নিবেদিত কর্মী হিসেবে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান ও ৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা পালন করেন তিনি। ক্ষণজন্মা এই ব্যক্তির অবদানকে বাঙালি জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।’

বিজ্ঞাপন

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ নুসরাত জাহানের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে আরও উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ‌রিয়ার পান্না সো‌হেল, উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি) আতিকুল ইসলাম, উপ‌জেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদ মজুমদার, উপ‌জেলা মু‌ক্তি‌যোদ্ধা কমান্ডার আমান উল্লাহসহ আরও অনেকে।

এদি‌কে, শুক্রবার সকা‌লে রূপগঞ্জ উপজেলার আউখা‌বো এলাকায় আউখা‌বো আরএই‌চডি-আউখা‌বো মস‌জিদ সড়ক প্রশস্তকরণ কা‌জের শুভ উদ্ধোধন ক‌রেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

সারাবাংলা/এনএস

গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক শেখ কামাল

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর