Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নববধূ সুমী হত্যা: বিচার চেয়ে ঢাকা-আরিচা মহাসড়কে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২২ ১৮:৫১

মানিকগঞ্জ: ঘিওরে নববধূ সুমীকে গলা কেটে খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

শুক্রবার (৫ আগস্ট) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বানিয়াজুরী বাসস্ট্যান্ডে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে এলাকার শত শত নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধন শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন।

এসময় বক্তব্য রাখেন- নিহত সুমির বাবা রহম আলী, মা রওশনা বেগম, বোন রুমি আক্তার, মনোয়ার মাহমুদ, সাদিকুর রহমান, মনির হোসেন, রেজাউল ইসলাম, খোকন, শামীম চৌধুরী, মো. মুকুলসহ স্থানীয় অনেকে।

বক্তারা, সুমির হত্যাকারী স্বামী রূপকের ফাঁসি এবং আরও যারা জড়িত তাদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

উল্লেখ্য, গত ২১ জুলাই মানিকগঞ্জের ঘিওর উপজেলার শোলধারা গ্রামে নববধূ সুমি আক্তারকে গলা কেটে হত্যা করে তার স্বামী রূপক আহমেদ। ঘটনার ছয় দিন পর রূপককে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করেছে সিআইডি।

সারাবাংলা/এমও

ঢাকা-আরিচা মহাসড়ক নববধূ সুমী হত্যা মানববন্ধন সুমী হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর