Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সালিশে জুতার মালা পরানোর মামলায় কারাগারে আসামি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২২ ২০:৫৫

রংপুর: রংপুরে এক ব্যক্তিকে সালিশে জুতার মালা পরানোর অভিযোগে দায়ের করা মামলায় মনিরুল আলম ঝন্টু নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৫ আগস্ট) তাকে রংপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা কমল মোহন্ত এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের ধুমগড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

মামলার তদন্ত কর্মকর্তা জানান, গত ২৯ জুলাই ধুমগড়ায় মিথ্যা অভিযোগ তুলে লিফলেট বিতরণ এবং প্রকাশ্য সালিশ বৈঠক ডেকে এক ব্যক্তিকে গলায় জুতার মালা পরিয়ে ঘোরায় মনির ও রাসেলসহ কয়েক ব্যক্তি। বিষয়টি জানাজানি হলে নির্যাতিত ওই ব্যক্তি বাদী হয়ে মনির ও রাসেলের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫-২০ জনের বিরুদ্ধে হারাগাছ থানায় মামলা করেন।

তিনি আরও জানান, তদন্ত করে লিফলেট বিতরণ ও সালিস বৈঠকের সঙ্গে মনিরুল আলম ঝন্টুর জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। আসামি মনিরকে বৃহস্পতিবার দিবাগত রাতে গ্রেফতার করা হয়। আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সারাবাংলা/এমও

আসামি জুতার মালা সালিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর