বাহাদুরাবাদ-বালাসী নৌপথে অবৈধ নৌকা চলাচল বন্ধের নির্দেশ
৬ আগস্ট ২০২২ ১৮:২৩
জামালপুর: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনাল বাহাদুরাবাদ-বালাসী নৌপথে যাত্রী হয়রানি চরমে পৌঁছেছে। দুই ঘাটে একই ব্যক্তি অনুমোদিত লঞ্চের পরিবর্তে কাঠের অবৈধ নৌকায় যাত্রী পারাপার করছেন।
বাংলাদেশ লঞ্চ মালিক সমিতি‘র অভিযোগের আবেদনে গত ৩১ জুলাই বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বাহাদুরাবাদ-বালাসী ফেরিঘাটে নৌপথে অবৈধ ইঞ্জিনচালিত নৌকা চলাচল বন্ধের জন্য নির্দেশ দিয়েছে।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার শেফা জানান, বাহাদুরাবাদ-বালাসী নৌপথে অবৈধ ইঞ্জিনচালিত নৌকা চলাচল বন্ধের জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ নির্দেশনা একটি চিঠি পেয়েছি। বিআইডব্লিউটিএ নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত মোহাম্মদ আলাউদ্দিন ফোনে জানান, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/এমও