Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাঙারির দোকানে বিস্ফোরণ: দগ্ধ ৮ জনের মধ্যে ৩ জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২২ ০৯:৩৩

ঢাকা: রাজধানীর তুরাগ কামারপাড়া এলাকায় ভাঙারির দোকানে বিস্ফোরণে দগ্ধ ৮ জনের মধ্যে তিনজন মারা গেছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এসএম আইউব হোসেন এ খবর নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, ভাঙারি দোকান ও গ্যারেজ মালিক গাজী মাজহারুল ইসলাম (৪৫), আলমগীর ওরফে আলম (২৩) ও রিকশা চালক নুর হোসেন (৫৫)।

ডা. এসএম আইউব হোসেন জানান, মাজহারুলের ৩২ শতাংশ, আলমের ৭০ শতাংশ ও নুর হোসেনের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

এর আগে গতকাল শনিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তুরাগ কামারপাড়া রাজাবাড়ি এলাকায় ভাঙারি দোকান ও রিকশার গ্যারেজে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

তাদের হাসপাতালে নিয়ে আসা শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি জানান, কামারপাড়া এলাকায় একই ছাউনির নিচে ব্যাটারি চালিত রিকশার গ্যারেজ ও ভাঙারির দোকান। সেই ভাঙ্গারীর দোকানে পরিত্যক্ত পারফিউমের কিছু বোতল কোনো কারণে আগুনের স্পর্শ এসে বিস্ফোরণ হয়। সেখান থেকেই অগ্নিকাণ্ড ঘটে এবং রিকশার গ্যারেজে আগুন ছড়িয়ে পড়ে।

সারাবাংলা/এসএসআর/এএম

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর