গত অর্থবছরে রাজস্ব ঘাটতি ২৮ হাজার কোটি টাকা
৭ আগস্ট ২০২২ ১৫:২২
ঢাকা: ২০২১-২২ অর্থবছরে রাজস্ব আদায় হয়েছে ৩ লাখ ১ হাজার ৬৩৩ কোটি টাকা। আর ঘাটতি প্রায় ২৮ হাজার কোটি টাকা। তবে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ১৬ দশমিক ৭ শতাংশ।
রোববার (৭ আগস্ট) সকালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এসব তথ্য জানান।
তিনি বলেন, শেষ অর্থবছরে ৩ লাখ ৩০ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রার চেয়ে ৮ দশমিক ৬ শতাংশ আমরা পিছিয়ে আছি। তবে রাজস্ব আদায়ে ১৬ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছি। আমরা রাজস্ব আহরণ করতে পেরেছি ৩ লাখ ১৬শ ৩৩ কোটি টাকা। আমাদের চেষ্টার কোনো ঘাটতি নেই।
তিনি জানান, এর আগে ২০২১-২২ অর্থবছরের ১১ মাস (জুলাই-মে) শেষেও ৩৬ হাজার ৩১০ কোটি ৩৪ লাখ টাকার রাজস্ব ঘাটতি ছিল।
এদিকে জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা যায়, ২০২১-২২ অর্থবছরের বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩ লাখ ৮৯ হাজার কোটি টাকা। এর মধ্যে এনবিআরের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা। যার মধ্যে মূল্য সংযোজন কর বা ভ্যাটে লক্ষ্য সবচেয়ে বেশি। এ খাতে লক্ষ্য ১ লাখ ২৮ হাজার ৮৭৩ কোটি টাকা। আয়কর ও ভ্রমণ করে লক্ষ্যমাত্রা ১ লাখ ৫ হাজার ৪৭৫ কোটি টাকা। আমদানি শুল্কে লক্ষ্যমাত্রা ৯৫ হাজার ৬৫২ কোটি টাকা।
সারাবাংলা/এএম