Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানুষের ভালোর জন্যই জ্বালানি তেলের দাম বৃদ্ধি: বাণিজ্যমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২২ ১৬:২৩ | আপডেট: ৭ আগস্ট ২০২২ ১৭:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইল ছবি: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

ঢাকা: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে এত অস্থির হওয়ার কিছু নেই। তেলের মূল্যবৃদ্ধিতে হয়তো কিছু মানুষের কষ্ট হবে, তবে কিছু কষ্ট সামনের দিকে নিয়ে যাবে। প্রধানমন্ত্রী সাধারণ জনগণের সমস্যা বোঝেন। তিনি সাধারণ মানুষকে কষ্ট দিতে চান না। তাদের ভালোর জন্যই এটা করা হয়েছে।

রোববার (৭ আগস্ট) রাজধানীর এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত ‘বঙ্গবন্ধুর অর্থনীতি ও বাণিজ্য ভাবনা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই‘র উদ্যোগে আয়োজিত সেমিনারে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, সাবেক নির্বাহী পরিচালক এম মাহফুজুর রহমান, বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও সংসদ সদস্য মোরশেদ আলম, এফবিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, এমসিসিআইয়ের সাবেক সভাপতি নিহাদ কবির, ট্যারিফ কমিশনের সাবেক সদস্য ড. মোস্তফা আবিদ খান, সাবেক সিনিয়র সচিব শুভাশীস বসুসহ অনেকে।

বিজ্ঞাপন

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘জ্বালানি তেলের দাম নিয়ে অনেকেই নানা মন্তব্য করছেন। আমাদের এসব বিষয়ে সতর্ক থাকতে হবে। গত ১৪ বছরে আমাদের দেশ এগিয়েছে, উন্নয়ন হয়েছে। ভালো কিছুর জন্যই প্রধানমন্ত্রী কিছু সিদ্ধান্ত নেন। উদ্দেশ্যবিহীন সিদ্ধান্ত তিনি নেন না।’

তিনি বলেন, ‘ভবিষ্যতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রধানমন্ত্রীর আছে। এ কারণে তেলের দাম বাড়ানো হয়েছে। জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে এতো অস্থির হওয়ায় কিছু নেই।’

সারাবাংলা/জিএস/এমও

জ্বালানি তেল দাম বৃদ্ধি বাণিজ্যমন্ত্রী মানুষের ভালো