Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হজে গিয়ে ভিক্ষা: জামিন পেলেন সেই ভিক্ষুক

স্টাফ করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২২ ২০:০৬

প্রতীকী ছবি

ঢাকা: সৌদিতে সরকারিভাবে হজে গিয়ে ভিক্ষা করার অভিযোগে গ্রেফতার সেই মতিয়ার রহমান ওরফে মিন্টুর জামিন মঞ্জুর করেছেন ঢাকার আদালত।

রোববার (৭ আগস্ট) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত এই আদেশ দেন।

এর আগে, গত ৫ আগস্ট হজ শেষে ফেরার সময় ঢাকার বিমানবন্দর থেকে ৫৪ ধারায় তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। ৬ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মিন্টুকে হাজির করা হয়। এসময় আদালত তাকে কারাগারে পাঠান।

ফৌজদারী কার্যবিধি আইনের ৫৪ ধারার আবেদনে উল্লেখ করা হয়, আসামি গত ১৮ জুন ধানসিঁড়ি ট্রাভেলসের মাধ্যমে হজে সৌদি আরব যান। এরপরে হজ না করে ভিক্ষাবৃত্তি শুরু করেন। ভিক্ষাবৃত্তির খবর পেয়ে মদিনা পুলিশ গ্রেফতার করে। এরপরে হজ পুলিশের এজেন্সির মাধ্যমে জামিনে মুক্তি পান। বিষয়টি দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত হয়। এতে দেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়।

সারাবাংলা/এআই/এনএস

হজে গিয়ে ভিক্ষা

বিজ্ঞাপন
সর্বশেষ

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫০

সম্পর্কিত খবর