Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি-জামায়াতের কথায় কান দেবেন না— নেতাকর্মীদের হানিফ

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২২ ২১:২৮

মাহবুব উল আলম হানিফ, ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: সংকটকালে বিএনপি-জামায়াতের কথায় বিভ্রান্ত না হয়ে দলের নেতাকর্মীদের ধৈর্য্য ধারণের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

রোববার (৭ আগস্ট) বিকেলে নগরীর আন্দরকিল্লায় নগর ভবন চত্বরে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় হানিফ এ আহ্বান জানিয়েছেন। মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ও জেলা ইউনিট কমান্ডের যৌথভাবে আয়োজিত ছয়দিনের এ কর্মসূচির তৃতীয় দিনে প্রধান অতিথি ছিলেন মাহবুবুল আলম হানিফ।

বিজ্ঞাপন

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপট তুলে ধরে হানিফ বলেন, ‘গোটা বিশ্ব এই মুহূর্তে সংকটের মধ্যে আছে। বাংলাদেশও সংকটের মধ্যে আছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে। সারাবিশ্বে অস্থিতিশীল অবস্থা। ডলার-ইউরোর দাম বাড়ছে। এ সংকট শুধু বাংলাদেশের নয়, সারাবিশ্বের সব দেশে। এ অবস্থায় আমাদেরও মূল্য সমন্বয় করতে হচ্ছে।’

সবাইকে ধৈর্য্য ধারণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সংকটকালে এই মুহূর্তে সকলের দায়িত্ব হচ্ছে, ধৈর্য্য ধারণ করে সরকারের পাশে এসে দাঁড়ানো। আপনারা ধৈর্য্য ধারণ করুন। করোনাকালীন সময় আমরা পার করে শেখ হাসিনার নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছিলাম। এ সংকটও বেশিদিন থাকবে না। আমরা আশা করছি, আগামী সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যেই সংকট কেটে যাবে। বাংলাদেশ আবার শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন-অগ্রগতির ধারায় ফিরে যাবে।’

‘আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি অনুরোধ, সংকটের সময় মন শক্ত করে শেখ হাসিনার পাশে থাকুন। যে অপশক্তি নানা কথা বলে যাচ্ছে, তাদের কথায় কান দেবেন না। বিএনপি-জামায়াত মিথ্যাচার করছে। তারা আপনাদের বিভ্রান্ত করতে চায়। তাদের কথায় কান দেবেন না। দেশকে সংকট থেকে মুক্ত করতে হলে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। শেখ হাসিনার মতো করে রাষ্ট্র শাসন করতে পারে এমন একজন নেতাও বাংলাদেশে নেই।’

বিজ্ঞাপন

বিরোধীদের রাজপথে মোকাবিলা করা হবে উল্লেখ করে হানিফ বলেন, ‘এদেশ আমাদের সকলের। পরিষ্কারভাবে বলে দিতে চাই, বাংলাদেশকে নিয়ে নোংরা রাজনীতির খেলা বরদাশত করা যাবে না। সংকটকে পুঁজি করে ফায়দা হাসিল করতে চাইলে তাদের রাজপথে মোকাবিলা করব। আওয়ামী লীগের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে, সকল বীর মুক্তিযোদ্ধাদের সজাগ থাকতে হবে।’

বিএনপি-জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, ‘একাত্তর সালে জামায়াত ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল পাকিস্তানের পক্ষ নিয়ে। এখনো জামায়াতের যারা রাজনীতি করে, তারা এখনো পাকিস্তানের পক্ষে রাজনীতি করে যাচ্ছে। তারা এখনো সেই রাজাকারই আছে। তারা কখনো দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। এদের সঙ্গে যোগ দিয়ে বিএনপিও দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। এই বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র তারা করেছিল। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ির অপবাদ থেকে মুক্ত করে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছেন।’

মুক্তিযোদ্ধা সংসদের মহানগর ইউনিটের কমান্ডার মোজাফফর আহমেদের সভাপতিত্বে ও সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ সরওয়ার আলম চৌধুরী মনির সঞ্চালনায় শোক সমাবেশে আরও বক্তব্য রাখেন- চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন এবং বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিন।

সারাবাংলা/আরডি/এনএস

আওয়ামী লীগ চট্টগ্রাম বিএনপি-জামায়াত মাহবুব উল আলম হানিফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর