সায়দাবাদে লোহাভর্তি ভ্যান উল্টে চালক নিহত
৭ আগস্ট ২০২২ ২১:৩৭
ঢাকা: রাজধানীর সায়দাবাদ জনপদ মোড়ে লোহাভর্তি ভ্যান উল্টে মোখলেস মিয়া (৬০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে।
রোববার (৭ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত পৌনে ৮টার দিকে মৃত ঘোষণা করে।
মৃত মোখলেস পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালাইয়া গ্রামের বাসিন্দা। তিনি চিটাগাং রোড আটি ওয়াপদা কলোনিতে পরিবার নিয়ে থাকতেন।
মোখলেসের এক আত্মীয় জানান, সে পেশায় ভ্যানচালক ছিল। ঘটনার সময় সে ভ্যানে লোহার মালামাল নিয়ে যাচ্ছিল। পথে সায়দাবাদ জনপদ মোড়ে এলে ভ্যান উল্টে তার নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে পথচারীরা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। স্বজনরা সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।
সারাবাংলা/এসএসআর/পিটিএম