‘গণতন্ত্র মঞ্চে’র আনুষ্ঠানিক আত্মপ্রকাশ সোমবার
৭ আগস্ট ২০২২ ২২:২৫
ঢাকা: আগামীকাল ৮ আগস্ট সোমবার গণতন্ত্র মঞ্চ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে। একইসঙ্গে গণতন্ত্র মঞ্চের রূপরেখায় দেশের রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সুনির্দিষ্ট লক্ষ্য ও দাবি, রাষ্ট্র, সংবিধান, সাংবিধানিক প্রতিষ্ঠান ও সরকার ব্যবস্থায় সুনির্দিষ্ট সংস্কার ও দেশের জনগণের বাঁচার আশু দাবিসমূহ তুলে ধরবে।
সোমবার (৮ আগস্ট) বেলা ১১টায় সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে গণতন্ত্র মঞ্চের আত্মপ্রকাশ অনুষ্ঠানের সাতটি রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থাকবেন।
দল সাতটি হলো- জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), নাগরিক ঐক্য, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ স ম আবদুর রবের সভাপতিত্বে মঞ্চের আত্মপ্রকাশের এই অনুষ্ঠানে গণতন্ত্র মঞ্চের রূপরেখা তুলে ধরে বক্তব্য রাখবেন।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরীয়া, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম উপস্থিত থাকবেন।
সারাবাংলা/এএইচএইচ/এমও