Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘরে সিঁদ কেটে শিশু চুরি, ১৮ ঘণ্টা পর উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২২ ১০:১৯

পটুয়াখালী: পটুয়াখালীর বাউফলে উপজেলায় বসতঘরের সিঁদ কেটে রিসান (৬) নামে এক শিশু চুরির ১৮ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাতে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের কারখানা গ্রামে এ চুরির ঘটনা ঘটলে পুলিশ বিকাল ৫টায় বাকেরগঞ্জ উপজেলা থেকে শিশুটি উদ্ধার করে। এ সময় গ্রেফতার করা হয় জাকির হোসেন নামে এক ব্যক্তিকে। রিসান ওই গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

জানা গেছে, হাবিবুর রহমান তার স্ত্রী-সন্তান নিয়ে কারখানা গ্রামের বাসিন্দা শশুর কুদ্দুস আকনের বাড়িতে বসবাস করতেন। শনিবার রাত ১১টার দিকে হাবিবুর রহমানের ঘুম ভাঙলে দেখেন পাশে রিসান নেই। ঘরে আলো জ্বালিয়ে দেখেন ঘরে সিঁদ কাটা। এরপর পুলিশে খবর দিলে ওই রাতেই বাউফল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য হাবিব মেম্বার বলেন, শিশুটির পরিবারের সঙ্গে জাকির হোসেন নামে এক ব্যক্তির ব্যবসায়িক লেনদেন আছে। দীর্ঘদিন টাকা পাওনা টাকা পরিশোধ না করায় ক্রোধের বশবর্তী হয়ে জাকির শিশুটিকে চুরি করেন।

বাউফল থানার ওসি আল মামুন বলেন, শিশুটিকে পাশের উপজেলা বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের পাটকাঠি খেয়াঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় আটক করা হয় অভিযুক্ত জাকির নামে এক ব্যক্তিকে।

সারাবাংলা/এএম

টপ নিউজ সিঁদ কেটে শিশু চুরি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর