Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মৃত’ নবজাতক নড়ে ওঠার ঘটনা তদন্তে কমিটি গঠন


২৩ এপ্রিল ২০১৮ ১৬:৫১

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা : মৃত ঘোষণার পর জীবিত হওয়া শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ডিএমসিএইচ) কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ডিএমসিএইচ) প্রশাসন। এ বিষয়ে জানার জন্য উপ-পরিচালক ডা. বিদ্যুৎ কান্তি পালকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা এরইমধ্যে কাজ শুরু করেছেন।

সোমবার (২৩ এপ্রিল) ডিএমসিএইচের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, ২৭ সপ্তাহ প্রেগনেন্সি নিয়ে শারমিন নামে ওই নারী ভর্তি হন। সেমবার সকালে তার একটি স্টিল বর্ন বেবি (মৃত বাচ্চা) হয়। এখনও ওই নারীর রক্তপাত হচ্ছে। তার চিকিৎসা চলছে। মৃত বাচ্চা হওয়ার বিষয়টি তার স্বজনদের জানানো হয়েছে এবং মৃত বাচ্চাটিও তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমাদের তদন্ত করে দেখতে হবে যে শিশুটিকে জীবিত দাবি করা হচ্ছে, শিশুটি আসলে এই নারীরই কি না। যদি শিশুটি এই নারীরই হয়, তাহলে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এদিন সকালে আজিমপুর গোরস্থানের গোসল ঘরে একটি মৃত ঘোষিত নবজাতক নড়েচড়ে ওঠেন। পরে তাকে ঢাকা শিশু হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি এখন নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছে। তার অবস্থা শঙ্কামুক্ত নয়।

সারাবাংলা/এসএসআর/এমআইএস

আরও পড়ুন..

গোরস্থানের গোসল ঘরে নড়ে উঠলো নবজাতকটি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর