Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘স্বাধীনতার পর কেউ ক্ষুদ্র জাতিসত্তার মানুষের স্বার্থ দেখেনি’

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২২ ১৮:২৬

ঢাকা: বাংলাদেশের স্বাধীনতার পর কেউ ক্ষুদ্র জাতিসত্তার মানুষের স্বার্থ দেখেনি বলে অভিযোগ করেছেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় সন্তু লারমা।

মঙ্গলবার (৯ আগস্ট) কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ আদিবাসী ফোরাম। এবারের আন্তর্জাতিক আদিবাসী দিবসের প্রতিপাদ্য ‘প্রথাগত জ্ঞান সংরক্ষণ ও প্রসারে আদিবাসী নারী সমাজের ভূমিকা।

অনুষ্ঠানে সন্তু লারমা বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যারা ক্ষমতায় এসেছে, তারা কেউ ক্ষুদ্র জাতিসত্তার মানুষের স্বার্থ দেখেনি। বরং তাদের অস্তিত্ব যাতে বিলুপ্ত হয়, সেই চেষ্টাই করে গেছে শাসকেরা। এখন সেই চেষ্টার আর কতটুকু বাকি আছে?’

সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘সরকার উন্নয়নের গালভরা বুলি দিচ্ছে। কিন্তু পাহাড়ি বা সমতলে উন্নয়ন কার জন্য হচ্ছে? উন্নয়নের নামে আসলে ক্ষুদ্র জাতিসত্তার মানুষের অস্তিত্ব বিলুপ্ত করার চেষ্টা চলছে। পাহাড়ের রাস্তাঘাট করা হচ্ছে পর্যটনের জন্য। এতে পাহাড়ি মানুষের কোনো স্বার্থ নেই। সরকার আদিবাসীদের সর্বস্বান্তকরণের চেষ্টা করছে।’

সন্তু লারমা বলেন, ‘১৯৭২ সালে যখন বাংলাদেশের প্রথম সংবিধান রচিত হয়েছিল, সেখানেই ক্ষুদ্র জাতিসত্তার মানুষের অধিকার হরণ করা হয়েছিল। অধিকার হরণের এই প্রক্রিয়া এখনো চলছে।’

তিনি বলেন, ‘সরকার চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে বাধা সৃষ্টি শুধু নয়, কোনো আন্তরিকতাও দেখাচ্ছে না। আপনারা ২০০৯ সাল থেকে ক্ষমতায় আছেন। এর আগেও ক্ষমতায় ছিলেন। কিন্তু পার্বত্য চুক্তির বাস্তবায়ন নিয়ে কার্যকর কিছু করেননি।’

করোনার কারণে টানা দুই বছর আদিবাসী দিবসের অনুষ্ঠান হয়নি। সে কারণে এবার শহিদ মিনারে আদিবাসী দিবসের অনুষ্ঠান ঘিরে ছিল উচ্ছ্বাস। অনুষ্ঠানে আদিবসাী তরুণ-তরুণীরা গান, নৃত্য, আবৃত্তি ও নাটিকায় নিজস্ব সংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গ তুলে ধরেন। পোশাক ও সাজসজ্জায় বৈচিত্র্যময় আদিবাসী জীবনের পরিচয় ফুটিয়ে তোলেন তারা।

সারাবাংলা/এজেড/পিটিএম

আদিবাসী দিবস জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় সন্তু লারমা টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

এখনো সালমানকে মিস করেন মৌসুমী
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৩

সালমান শাহ্‌কে হারানোর ২৮ বছর
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৪৪

সম্পর্কিত খবর