সাগরে ট্রলার ডুবি, ২ জেলেসহ ৮টি ট্রলার নিখোঁজ
৯ আগস্ট ২০২২ ২০:২৩
কুয়াকাটা (পটুয়াখালী): জেলার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগারে ঝড়ের কবলে পরে এফবি আনোয়ার ও এফবি সুজন নামের দুটি মাছধরা ট্রলার ডুবে গেছে। এসময় দুই ট্রলার থেকে সিরাজুল ইসলাম (৫০) ও সিদ্দিক প্যাদা (৫৫) নামের দুই জেলে নিখোঁজ হন। এছাড়া অর্ধশতাধিক জেলে নিয়ে এখনো সাগরে নিখোঁজ রয়েছে মহিপুরের ৮টি মাছধরা ট্রলার।
গতকাল সোমবার (৮ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে পায়রা বন্দরের শেষ দিকে ফেয়ার বয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রলার ডুবির বিষয়টি নিশ্চিত করেছেন ওই দুই ট্রলারের মালিক আনোয়ার ও সুজন। আর ট্রলার নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন মহিপুর ও আলীপুর মৎস্য আড়ৎ মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা।
তারা জানান, গতকাল সোমবার রাতে ঝড়ের কবলে পরে ২৪ জন জেলে নিয়ে তাদের ট্রলার দুটি সাগরে ডুবে যায়। এ সময় অন্য একটি ট্রলারের সাহায্যে ২২ জেলে উদ্ধার হলেও নিখোঁজ হয় সিরাজুল ও সিদ্দিক। উদ্ধারকৃত জেলেদের মহিপুর স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে।
সারাবাংলা/এনএস