Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্যামপুরে স্টিল মিলে ট্রান্সফরামর বিস্ফোরণ, দগ্ধ ৪

স্টাফ করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২২ ২৩:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর শ্যামপুর ঢাকা ম্যাচ এলাকায় একটি স্টিল মিলে ট্রান্সফরমার বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে শ্যামপুরের সালাম স্টিল মিলের গেটের ভেতরে ঘটনাটি। পরে তাদের দ্রুত শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

বিস্ফোরণে দগ্ধরা হলেন- আকাঈদ (২৫) মো. রনি (২৯) সুনীল চন্দ্র রায় (৪০) ও রতন (৩৫)।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা মিলের সুপারভাইজার মো. সুমন জানান, চরজনই সালাম স্টিল মিলের শ্রমিক। কাজ শেষ করে সন্ধ্যার দিকে চারজন মিলের গেটের পাশে পানি দিয়ে হাত মুখ ধুচ্ছিল। এ সময় পাশে থাকা বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফেরণ হয়। সেখান থেকে আগুনের ফুলকি এসে চার জনের শরীরের উপর পড়ে। পরে তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন

বার্ন ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক জানান, ট্রান্সফরমার বিস্ফোরণে চারজন রোগী ইনস্টিটিউটে এসেছে। এদের মধ্যে রতনের শরীরের ২৫ শতাংশ, সুনীলের ২২ শতাংশ, রনি ও আকাঈদের ৫ শতাংশ করে দগ্ধ হয়েছে। তাদের জরুরী বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

ট্রান্সফরমার বিস্ফোরণ স্টিল মিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর