‘জাতীয় পার্টি মাঠে নামলে সবকিছু ভাসিয়ে নিয়ে যাবে’
১০ আগস্ট ২০২২ ১৬:১০
রংপুর: জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, টাকা পাচার ও ঘনঘন লোডশেডিংয়ের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর জাতীয় পার্টি।
বুধবার (১০ আগস্ট) দুপুরে রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার নেতৃত্বে নগরীর সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে পায়রা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মেয়র প্রধানমন্ত্রী শেখ হাসিনার কড়া সমালোচনা করে বলেন, ‘আপনি বলেন এক কথা আর কাজ হয় তার উল্টা। দুদিন আগে পেট্রল-অকটেনের বিরাট মজুদের কথা বললেন দুদিন পরে ৫০ ভাগ দাম বাড়িয়ে দিলেন।’
তিনি বলেন, ‘দেশ আজ জ্বলন্ত আগ্নেয়গিরির মতো, জাতীয় পার্টি মাঠে নামলে সবকিছু ভাসিয়ে নিয়ে যাবে। আপনি সেখানে নস্যিমাত্র।’
মেয়র বলেন, ‘জাতীয় নির্বাচনের বাকি এক বছর। এরমধ্যে অনেক ঘটনা ঘটবে।’
দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘রাজনীতির তাওয়া গরম হয়ে গেছে। এখানে এখন ধান ফেললে খৈ হবে, চাল ফেললে মুড়ি হবে।’
জাতীয় পার্টিকে জনগণের দল দাবি করে মেয়র মোস্তফা বলেন, ‘যখন প্রয়োজন হবে, জনগণের ঢাল হয়ে দাঁড়াবে জাতীয় পার্টি।’
মেয়র মোস্তফা বলেন, ‘আইএমএফের ঋণের জন্য জনগণের কথা ভাবছে না সরকার। অবিলম্বে জনমনে স্বস্তি ফেরাতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। নইলে এদেশ ছেড়ে পালানোর পথ পাবে না সরকার।’
মেয়র আন্দোলনের প্রয়োজনে মাঠে থাকতে নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বলেন, ‘আজকের কর্মসূচি সূচনামাত্র। প্রশাসনকে হুঁশিয়ার করে বলছি রংপুর চলবে জাতীয় পার্টির কথামতো।’
মহানগর জাতীয়পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, জেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ সমাবেশে বক্তৃতা করেন।
সারাবাংলা/একে