Thursday 17 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেসবুকে সরকারবিরোধী কটূক্তি, যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১০ আগস্ট ২০২২ ১৬:৩৮

নোয়াখালী: জেলার হাতিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকারের বিরুদ্ধে কটূক্তির দায়ে এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক মো. তাজুল ইসলাম তপন (৩০) উপজেলার হাতিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের লক্ষিদীয়া এলাকার মৃত আব্দুল হকের ছেলে। বুধবার (১০ আগস্ট) বিকেলে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

পুলিশ জানায়, মঙ্গলবার (৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে তপন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকারের বিরুদ্ধে কটূক্তি করে পোস্ট দেয়। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা তাকে আটক করে। সংবাদ পেয়ে হাতিয়া থানার পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আমির হোসেন বলেন, ‘এ ঘটনায় হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হবে।’

সারাবাংলা/পিটিএম

কটূক্তি ফেসবুক সরকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর