Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্তিযোদ্ধার ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২২ ১৭:২৪

নরসিংদী: জেলার রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নে আব্দুস সালাম নামে এক বীর মুক্তিযোদ্ধার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ আগস্ট) দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ জেলা কমান্ড কাউন্সিলের উদ্যোগে এই মানববন্ধন করা হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার বীর মুক্তিযোদ্ধার সন্তান ও আহত বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

এসময় হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলায় জড়িতদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। বক্তারা বলেন, এলাকার অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করার জেরে স্থানীয় সন্ত্রাসীরা গত ৫ আগস্ট তাকে ডেকে নিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। এ হামলার ঘটনায় রায়পুরা থানায় মামলা করা হলেও জড়িত সন্ত্রাসীরা ধরা ছোয়ার বাইরে রয়েছে। দ্রুত তাদের গ্রেফতার করা না হলে মহাসড়ক অবরোধের হুমকি দেওয়া হয়।

মানববন্ধনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের দফতর সম্পাদক মশিউর রহমান পিন্টু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মমতাজ বেগম শেফালী, কার্যনির্বাহী সম্পাদক মনির হোসেন বিপ্লব, সজল সূত্রধর, ঢাকা বিভাগীয় কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফাতেমা বেগম, নরসিংদী জেলা কমান্ড কাউন্সিলের ভারপ্রাপ্ত সভাপতি সোলেমান সরকার, সাধারণ সম্পাদক সাইফুল হক জিকুসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

সারাবাংলা/এনএস

নরসিংদী মুক্তিযোদ্ধার ওপর হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর