মানবপাচার মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২২ ১৯:০১
১০ আগস্ট ২০২২ ১৯:০১
নারায়ণগঞ্জ: জেলার সিদ্ধিরগঞ্জ থানার দায়ের করা মানবপাচার মামলায় দুই নারীসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আরও চারজনের খালাস দিয়েছেন আদালত।
বুধবার (১০ আগস্ট) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেন— মর্জিনা, জেসমিন, টিটু ও সাহাবুদ্দিন। এছাড়া পলাতক রয়েছেন জেসমিন। আর খালাসপ্রাপ্তরা হলেন— জাকির হোসেন, সাগর, আসলাম ও শরীফ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আদালতের কোর্ট পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০১৬ সালের ২৭ ডিসেম্বর অপহরণের ঘটনায় আসামিদের গ্রেফতার করা হয়। ওই ঘটনার পরে মামলা দায়ের করা হয়। আদালত সেই মামলায় তিনজন উপস্থিতে দুই নারীসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ড রায়ের ঘোষণা করে। এর মধ্যে সাজাপ্রাপ্ত আসামি জেসমিন পলাতক রয়েছেন।
সারাবাংলা/এনএস