Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি নেতার কুশপুত্তলিকা দাহ ও ঝাড়ু মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২২ ২০:৫৯

বরগুনা: বরগুনায় আমতলী উপজেলা বিএনপি’র কমিটি গঠনে ঘুষ নেওয়ার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় নেতার কুশপুত্তলিকা দাহ ও ঝাড়ু মিছিল করেছেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

বুধবার (১০ আগস্ট) সকালে আমতলী একে স্কুল সড়ক বিএনপি’র অস্হায়ী কার্যালয়ের সামনে নেতাকর্মীরা বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ্জামান মামুন মোল্লার কুশপুওলিকা দাহ ও ঝাড়ু মিছিল করেন।

গত ৮ আগস্ট বরগুনার আমতলী উপজেলা বিএনপি’র থানা ও পৌর আহ্বায়ক কমিটি দেওয়া হয়। এদিন ১০ সদস্য বিশিষ্ট উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি ও ৭ সদস্য বিশিষ্ট পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে বিএনপি’র ত্যাগী ও জেষ্ঠ নেতাদের পদ-পদবি না দিয়ে  টাকার বিনিময় পকেট কমিটি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন দলের তৃণমূল নেতাকর্মীরা।

বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের সভাপতিত্ব করেন আমতলী উপজেলা যুবদলের সদস্য পৌর কাউন্সিলর মো. শামসুল হক চৌকিদার।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ্জামান মামুন মোল্লা বলেন, ‘আমতলী উপজেলা ও পৌর কমিটি অনুমোদন দিয়েছে বরগুনা জেলা কমিটি। এখানে আমার কোনো হাত নেই।’

বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুল আলম ফারুক মোল্লা জানান, ‘আমি কোনো লিখিত অভিযোগ পাইনি। সবকিছু আলোচনা করে সমাধান করা যায়। এভাবে রাস্তায় বিক্ষোভ প্রতিবাদ করলে দলের ভাবমূর্তি নষ্ট হয়।’

সারাবাংলা/একে

কমিটি গঠন ঝাড়ু মিছিল বিএনপি নেতা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর