Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জ্বালানি সাশ্রয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন আদেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২২ ০৯:০৮

ঢাকা: জ্বালানি সাশ্রয়ে ফের আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়। নতুন আদেশে বলা হয়েছে, অর্থবিভাগ ও এর অধিনস্ত দফতরগুলো মাসে ১৪০ লিটারের বেশি জ্বালানি ব্যবহার করতে পারবে না। একইসঙ্গে গ্যাস চালিত যানবাহনে সর্বোচ্চ ২১০ ঘনমিটার ব্যবহার করা যাবে।

সম্প্রতি এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে অর্থমন্ত্রণালয়। অর্থমন্ত্রণালয়ে প্রশাসন ও সমন্বয় অনুবিভাগের প্রশাসন শাখা-৬ থেকে আদেশটি জারি করা করা হয়।

বিজ্ঞাপন

অর্থবিভাগের সহকারী সচিব মো. রুহুল আমীন মল্লিকের সই আদেশে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত এবং অর্থ বিভাগের বাজেট-১ অনুবিভাতের বাজেট-১ অধিশাখার ২১ জুলাইয়ের পরিপত্র অনুযায়ী বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি সাশ্রয়ের জন্য অর্থবিভাগ ও তাদের অধীনস্ত দফতরসমূহে ব্যবহৃত যানবাহনের চালক ও ব্যবহারকারীদের ন্যুনতম ২০ শতাংশ জ্বালানি সাশ্রয় করা জরুরি। এ পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয় করার জন্য যানবাহনের চালক ও ব্যবহারকারীদের জ্বালানি ব্যবহারের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ওই আদেশে আরও বলা হয়, প্রতিমাসে ডিজেল, অকটেন, পেট্রোল সর্বোচ্চ ১৪০ লিটার ব্যবহার করা যাবে। পাশাপাশি গ্যাস চালিত যানবাহন সর্বোচ্চ ২১০ ঘনমিটার গ্যাস ব্যবহার করতে পারবে। এই আদেশ জরুরি ও দ্রুত কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

সারাবাংলা/জেআর/এনএস

অর্থ মন্ত্রণালয় জ্বালানি সাশ্রয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর