Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিখোঁজের ২ দিন পর খালের পানি থেকে যুবকের লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২২ ১৪:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইল ছবি

গাইবান্ধা: গোবিন্দগঞ্জে নিখোঁজের দুই দিন পর নদী থেকে ভাসমান অবস্থায় তিন সন্তানের জনক এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের চাঁদভোবনা গ্রামের একটি খাল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ভ্যানচালক গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামের খোকা মিয়ার ছেলে মোখলেছ (৪০)। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। সে একই গ্রামের জহুরুল ইসলামের ছেলে মশিউর রহমান (৩০)।

নিহতের স্ত্রী বালিতন বেগম জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে মোখলেছের কিছু মুখচেনা বন্ধুবান্ধব তাকে ডেকে নিয়ে যায়। সারা রাত সে বাড়িতে ফিরে না আসায় পরদিন তারা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করতে থাকে। বুধবার বিকেলে পার্শবতী চাঁদভোবনা ব্রিজের নিকট খালের পাশে তার সেন্ডেল পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা।

বিজ্ঞাপন

স্থানীয়রা খালের পানিতে অনুসন্ধান করলে গেঞ্জি ও লুঙ্গি পাওয়া যায়। বৃহস্পতিবার সকালে ওই খালের পানিতে মিজানুরের মরদেহ ভেসে উঠলে গ্রামবাসীরা গোবিন্দগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে প্রেরণ করেন।

সারাবাংলা/এসএসএ

যুবকের লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর