Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ডলারের দাম বাড়ায় ভোজ্য তেলে সুফল পাওয়া যাচ্ছে না’

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২২ ১৬:০৫

ঢাকা: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম কমেছে। কিন্তু আমাদের দেশে ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় এর সুফল পাওয়া যাচ্ছে না। তারপরও ট্যারিফ কমিশন পুরো বিষয়টি চেক করে দেখবে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের কমায় দেশে তা সমন্বয় করা হবে কি না? জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘শিগগির তারা (ট্যারিফ কমিশন) বসবে। ওরা (তেল ব্যবসায়ী) তো একটা দাবি (প্রতি লিটারে ২০ টাকা বাড়ানো) দিয়েছে। সেটা জাস্টিফাইড কি না, তা এক সপ্তাহের মধ্যে ট্যারিফ কমিশন বসে ঠিক করবে।’

জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খরচ বেড়েছে এই অজুহাতে রাজধানীতে পণ্যের দাম অনেক বাড়ানো হয়েছে। এ বিষয়ে কোনো তদারকি আছে কি না? জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এটা বাণিজ্য মন্ত্রণালয় করবে না। কতটুকু বাড়ার কথা সেটা পরিবহন মন্ত্রণালয় ঠিক করছে। আরও আলোচনা চলছে, প্রকৃত দাম কত হওয়া উচিত।’

টিপু মুনশি বলেন, ‘আশপাশের দেশের সঙ্গে সমন্বয় করেই জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়েছে। এখনো ডিজেল বিক্রিতে প্রতিলিটারে আট টাকা করে ভর্তুতি দিতে হচ্ছে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বৈঠকে জ্বালানি প্রতিমন্ত্রী তার হিসাব দিয়েছেন। এই মুহূর্তে কী দাম হয়েছে এবং আশপাশের দেশে কী দাম আছে। তুলনা করে দেখা গেছে, প্রতিবেশি দেশগুলো থেকে আমাদের দেশে বর্তমানে তেলের দাম কম আছে।’

সারাবাংলা/জিএস/পিটিএম

টপ নিউজ ডলার ভোজ্য তেল


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর