Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদের ১৯তম অধিবেশন বসছে ২৮ আগস্ট

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২২ ১৭:০৪

ঢাকা: একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন বসছে আগামী ২৮ আগস্ট। বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বৃস্পতিবার (১১ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২৮ আগস্ট (রোববার) বিকেল ৫টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের উনিশতম অধিবেশন আহ্বান করেছেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

উল্লেখ্য, নিয়ম অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বান করতে হয়। গত ৩০ জুন জাতীয় সংসদের ১৮তম অধিবেশন শেষ হয়।

সারাবাংলা/পিটিএম

২৮ আগস্ট টপ নিউজ সংসদের ১৯তম অধিবেশন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর