Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নৌপথে পণ্য পরিবহনে ভাড়া বাড়ল ১৫-২২ শতাংশ

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২২ ১৯:৪১

চট্টগ্রাম ব্যুরো: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে নৌপথে পণ্য পরিবহনের ভাড়া বাড়ানোর ঘোষণা দিয়েছে লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেল (ডব্লিউটিসি)। সংস্থাটি জানিয়েছে, নৌপথে ১৫ থেকে ২২ শতাংশ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে, যা ৬ আগস্ট থেকে কার্যকর দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) ওয়াটার ট্রান্সপোর্ট সেলের (ডব্লিউটিসি) নির্বাহী পরিষদের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। লাইটার জাহাজ মালিকদের বিভিন্ন সংগঠন বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন, কোস্টাল শিপ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ইন ল্যান্ড ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন অব চট্টগ্রাম’র নেতারা যৌথভাবে এই সিদ্ধান্ত নেন।

বিজ্ঞাপন

ওয়াটার ট্রান্সপোর্ট সেলের নির্বাহী পরিচালক মাহবুব রশীদ সারাবাংলাকে বলেন, ‘আমরা নিজ থেকে ভাড়া বাড়াইনি। জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিপ্রেক্ষিতে সেই বর্ধিত দামের সঙ্গে ভাড়া সমন্বয় করেছি। যদি জ্বালানি তেলের দাম কমে, ভাড়াও কমিয়ে পুনরায় সমন্বয় করা হবে।’

ডব্লিউটিসি’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গর ও কর্ণফুলী নদীর বিভিন্ন ঘাট এবং কুতুবদিয়া থেকে ঢাকা, বরিশাল ও চাঁদপুর গন্তব্যে পণ্য পরিবহনের জন্য বিদ্যমান ভাড়ার ২২ শতাংশ বাড়ানো হয়েছে। দেশের অন্যান্য গন্তব্যে বিদ্যমান ভাড়ার চেয়ে ১৫ শতাংশ বেশি দিতে হবে।

তবে অভ্যন্তরীণ গন্তব্যে অর্থাৎ চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গর থেকে কর্ণফুলী নদীর উপকূলে বিভিন্ন ঘাটে পণ্য পরিবহনে ভাড়া বাড়ানোর বিষয়টি একমাস পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নতুন ভাড়া ৬ আগস্ট থেকে কার্যকর হয়েছে বলে সিদ্ধান্ত হয়। অর্থাৎ যেসব জাহাজ ৬ আগস্ট থেকে আগের ভাড়ায় পণ্য পরিবহন করেছে তাদের কাছ থেকে নতুন ভাড়ার পরিমাণ সমন্বয় করা হবে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট রাত ১০টার দিকে সরকারের তরফ থেকে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা আসে। ডিজেলের দাম লিটারে ৩৪, অকটেনের দাম ৪৬ এবং পেট্রোলের দাম লিটারে ৪৪ টাকা বাড়ানো হয়। এখন এক লিটার ডিজেল ও কেরোসিন কিনতে ১১৪ টাকা লাগছে। এক লিটার অকটেনের জন্য দিতে হচ্ছে ১৩৫ টাকা। আর প্রতি লিটার পেট্রোলের দাম পড়ছে ১৩০ টাকা।

সারাবাংলা/আরডি/পিটিএম

টপ নিউজ নৌপথ পণ্য পরিবহন বাড়ানোর ঘোষণা ভাড়া

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর