ঢাবির ৪র্থ শ্রেণির কর্মীরা পাবেন যমুনা লাইফের বিমা সুবিধা
১১ আগস্ট ২০২২ ২১:৪০
ঢাকা: যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানির সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪র্থ শ্রেণির কর্মচারীদের স্বাস্থ্য ও জীবনবিমার দ্বিপাক্ষিক গ্রুপবিমা সমঝোতা চুক্তি হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) এই চুক্তি স্বাক্ষর করা হয়।
গ্রুপবিমা চুক্তি অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪র্থ শ্রেণিভুক্ত সব কর্মচারী যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানি থেকে জীবন ও স্বাস্থ্যবিমা সুবিধা পাবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের অফিস কক্ষে অনুষ্ঠিত চুক্তিপত্রে যমুনা লাইফের পক্ষে স্বাক্ষর করেন কোম্পানির সিইও ও ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান খন্দকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার মমতাজ উদ্দিন আহমেদ।
চুক্তি সম্পাদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যমুনা লাইফের চেয়ারম্যান ও গাজী গ্রুপের পরিচালক বদরুল আলম খান, গ্রুপবিমা শাখার ইনচার্জ মো. হারুনুর রশিদ, কোম্পানির বোর্ড এফেয়ার্স সাজেদা পারভিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, পরিচালক অর্থ মো. সাইফুল ইসলাম, ৪র্থ শ্রেণির কর্মচারি ইউনিয়নের প্রেসিডেন্ট মো. মোবারক হোসাইন, সেক্রেটারি মো. আবদুল হান্নান মিজি ও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সারাবাংলা/এমও
৪র্থ শ্রেণির কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয় বিমা সুবিধা যমুনা লাইফ