Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গরিবের কবর ফি ১০০ টাকা

স্টাফ করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২২ ২২:৪৬

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন ডিএনসিসির আওতাধীন কবরস্থানগুলোর সাধারণ কবরের জন্য রেজিস্ট্রেশন ফি পাঁচশ টাকা। কিন্তু দুঃস্থ, অসহায় ও নিম্নআয়ের মানুষের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি একশ টাকা।

বৃহস্পতিবার (১১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিটি করপোরেশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২য় পরিষদের ১৪তম সভার সিদ্ধান্ত অনুযায়ী পুনঃকবরের রেজিস্ট্রেশন ফি বাড়ানো হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের বনানী কবরস্থান ছাড়া অন্যান্য কবরস্থানসমূহে কবরের ওপর পুনঃকবর প্রদানের জন্য ত্রিশ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়। বনানী কবরস্থানে কবরের ওপর পুনঃকবর প্রদানের জন্য এই ফি ধরা হয়েছে ৫০ হাজার টাকা।

উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষ বলছে- কবর সংরক্ষণে মানুষকে নিরুৎসাহিত করার লক্ষ্যে ডিএনসিসির নিয়ন্ত্রণাধীন কবরস্থানে শুধুমাত্র পুনঃকবরের রেজিস্ট্রেশন ফি বাড়ানো হয়েছে।

সারাবাংলা/আরএফ/একে

টপ নিউজ ডিএনসিসি ঢাকা উত্তর সিটি করপোরেশন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর