ফতুল্লায় ১০৭ গ্রাহকের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
১১ আগস্ট ২০২২ ২৩:৩৬
ঢাকা: বিশ্ববাজারে জ্বালানি নিয়ে অস্থিরতার মধ্যে দেশে তা সাশ্রয়ী নীতি গ্রহণ করেছে সরকার। জ্বালানি তেলের পাশাপাশি গ্যাস সাশ্রয়েও নানা পদক্ষেপ নিয়েছে। সে উদ্যোগে অবৈধ গ্যাস বিদ্যুৎ লাইনের সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ রয়েছে। তারই অংশ হিসেবে নারায়ণগঞ্জের ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বিতরণ সংস্থা তিতাস।
বৃহস্পতিবার (১১ আগস্ট) নারায়ণগঞ্জের ফতুল্লা আবাসিক এলাকায় বকেয়া বিল আদায়ে অভিযান চালায় তিতাস। সেখানে অবৈধভাবে গ্যাসের সংযোগ নেওয়া মোট ১০৭ জন গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একইসঙ্গে শতভাগ বকেয়া পরিশোধ করায় ৩৫ জন গ্রাহকের গ্যাস পুনঃসংযোগ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা তিতাসের নিয়মিত কার্যক্রম। এরই অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে।
উল্লেখ্য, বিশ্ববাজারে এলএনজির দাম বৃদ্ধি অন্যদিকে দেশীয় উৎসে গ্যাসের পরিমাণ কমে আসায় জ্বালানিতে ঘাটতি দেখা দিয়েছে। এরইমধ্যে তেলভিত্তিক সব বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। সাশ্রয় করতে গ্যাস ভিত্তিক বিদুৎকেন্দ্রের উতপাদন কমিয়ে লোডশেডিং করা হচ্ছে। ঘাটতি রয়েছে আবাসিক পর্যায়ের গ্যাসেও।
সারবাংলা/জেআর/একে