টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
১২ আগস্ট ২০২২ ০৮:৪৯
টাঙ্গাইল: জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নারী নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় তিনজন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১১ আগসট) বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা ও টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— জনতা বেগম (৪৫) মির্জাপুর উপজেলার নগর ভাতগ্রামের আবু মিয়ার স্ত্রী এবং রাবেয়া খাতুন (৭০) কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নের পাঠন্দ দ্বিমুখা গ্রামের মৃত রবি শেখের স্ত্রী।
কালিহাতীতে বাসের চাপায় পথচারী রাবেয়া খাতুন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার এলেঙ্গায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে ক্রাউন ডিলাক্স পরিবহনের একটি বাস জামালপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাসটি ব্রেক ফেল করে। এ সময় বাসটি মহাসড়কের এলেঙ্গায় পৌছলে একটি রিকশা, ট্রাক ও পিকআপকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে এক পথচারী বৃদ্ধা রাবেয়া নিহত হন ও আহত হয় দুইজন।
এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাড়ির ওসি বাবুল আক্তার জানান, নিহতের লাশ ফাঁড়িতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
অপরদিকে একই মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলায় রাবনা বাইপাস সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাপায় জনতা বেগম নিহত হয়েছেন। এ সময় ওই নারীর স্বামী আহত হয়।
পুলিশ জানায়, মোটরকেল যোগে জনতা বেগম ও তার স্বামী আবু মিয়া মির্জাপুর থেকে ঘাটাইলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে তারা মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় পৌঁছলে উত্তরবঙ্গগামী একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জনতা বেগমের মৃত্যু হয়।
সারাবাংলা/এনএস