Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২১ যাত্রী নিয়ে বুড়িগঙ্গায় ট্রলার ডুবি, নিখোঁজ ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২২ ০৯:৩১ | আপডেট: ১২ আগস্ট ২০২২ ১৪:৩০

নারায়ণগঞ্জ: জেলার ফতুল্লার বুড়িগঙ্গা নদীর বক্তাবলী ঘাট এলাকায় ২১ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় দুইজন নিখোঁজ রয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (১১ আগস্ট) দিবাগত রাত ৩টায় এ ঘটনা ঘটে। এ সময় ১৯ জন সাঁতরে উঠতে পারলেও দুইজন যাত্রী নিখোঁজ হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় ২১ জন যাত্রী নিয়ে নদী পারাপারের সময় ট্রলারটি ডুবে যায়। এ সময় সাঁতরে ও ঘাটের অন্যান্য নৌযানের সহায়তায় ১৯ জন তীরে আসতে পারলেও দু’জন নিখোঁজ রয়েছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে গি‌য়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল নিখোঁজ দু’জনের খোঁজে নদীতে তল্লাশি চালাচ্ছে। নিখোঁজদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। তাদের খোঁজে আমাদের ডুবুরিরা কাজ করে যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

সারাবাংলা/এনএস

ট্রলার ডুবি নারায়ণগঞ্জ বুড়িগঙ্গা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর