সাশ্রয়ী মূল্যে এনআইবিকে সেবা দেবে টেলিটক
১২ আগস্ট ২০২২ ১২:৩৭
সাশ্রয়ী মূল্যে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজিকে (এনআইবি) করপোরেট সেবা দেবে রাষ্টায়ত্ব মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটক বাংলাদেশ লিমিটেড।
রাষ্টায়ত্ব মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটক বাংলাদেশ লিমিটেডের করপোরেট সেবা ব্যবহারের লক্ষ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি (এনআইবি), বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের মধ্যে ১১ আগষ্ট, ২০২২ খ্রিঃ তারিখে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
ওই চুক্তির পরিপ্রেক্ষিতে টেলিটক বাংলাদেশ লিমিটেড সাশ্রয়ী মূল্যে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজিকে (এনআইবি)- ভয়েস, ইন্টারনেট সেবাসহ বিভিন্ন করপোরেট সেবা প্রদান করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি (এনআইবি)- এর পক্ষে ড. মো. সলিমুল্লাহ, মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও টেলিটক বাংলাদেশ লিমিটেড– এর পক্ষে মো. সাইফুর রহমান খান, অতিরিক্ত মহাব্যবস্থাপক (করপোরেট সেলস এন্ড আইবি) চুক্তি স্বাক্ষর করেন। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এএম