Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু, লুকোচুরির অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২২ ১৭:১০

প্রতীকী ছবি

রংপুর: রংপুর নগরীর ধাপ এলাকায় একটি ক্লিনিকের নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে রবিউল ইসলাম নামে এক শ্রমিক নিহত হয়েছেন। তবে এই মৃত্যুর ঘটনা নিয়ে লুকোচুরির অভিযোগ উঠেছে।

শুক্রবার (১২ আগস্ট) নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, আর রহমান অ্যান্ড ডায়াবেটিক সেন্টার ভবনে থাইগ্লাসের কাজে গিয়েছিলেন রবিউল। রাত ১০টার দিকে একটি অ্যাম্বুলেন্সে করে কে বা কারা রবিউলের লাশ বাড়িতে দিয়ে যান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে ভবনটির চতুর্থ তলায় গ্লাস লাগানোর কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

পরিবারের সদস্যরা আরও জানান, ওই বিল্ডিংয়ের সামনে থেকে এলাকার লোকজন আহত অবস্থায় তাকে মেডিকেলে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সেখানে ময়নাতদন্ত ছাড়াই লাশ বাড়িতে দিয়ে যাওয়া হয়। আগে কোন খবরই তাদের দেওয়া হয়নি।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান জানান, এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

তবে এ বিষয়ে আর রহমান অ্যান্ড ডায়াবেটিক সেন্টারের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

সারাবাংলা/এমও

বিদ্যুৎস্পৃষ্ট রংপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর