Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিদেশি চাপ থাকায় সরকার সভা-সমাবেশে ঝামেলা করছে না’

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২২ ১৭:৫৮

ঢাকা: বিদেশি চাপ থাকায় সরকার সভা-সমাবেশে ঝামেলা করছে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১২ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। লোডশেডিং, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভোলায় বিএনপি-পুলিশ সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের দুই নেতা নিহত হওয়ার প্রতিবাদে সম্মিলিত পেশাজীবী পরিষদ এই সমাবেশ আয়োজন করে।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তারা (সরকার) কি খুব ভদ্রলোক হয়ে গেছে? নির্বাচনের আগে বিভিন্ন দেশের চাপ, বিরোধী দলকে সভা-সমিতি করতে দাও না। পরে দেখাচ্ছে যে, আমরা বিরোধী দলকে সভা-সমিতি করতে দিচ্ছি। আমরা কালকেও একটা সমাবেশ করেছি। খুব বেশি ঝামেলা করেনি।’

‘আজকে আমরা এখানে বসে আছি, চারদিকে আমাদের কর্মী ভাইয়েরা আছে। খুব ঝামেলা করছে না। কারণ একটাই, তারা দেখাচ্ছে যে, আমরা খুব গণতান্ত্রিক দল। আমরা খুব ঝামেলা করি না। এটি প্রতারণা। প্রতারণা তাদের চরিত্রের সঙ্গে জড়িয়ে আছে’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘গত ১৫ বছরে আমাদের ৬শ‘র অধিক রাজনৈতিক নেতা-কর্মীকে গুম করেছে। ইলিয়াস আলী, চৌধুরী আলমকে গুম করেছে। সহস্রাধিক কর্মীকে হত্যা করেছে। সেদিন ভোলায় বিনা কারণে দুইজন তরুণ নেতাকে গুলি করে হত্যা করেছে। আজকে জনগণ জেগে উঠেছে, পতন তাদের অনিবার্য। মানুষ রাজপথ দখল করলে জনতার যে ঢল নামবে, জনসমুদ্রে যে ঢেউ উঠবে, সেই ঢেউয়ে যে সুনামি সৃষ্টি হবে, সেই সুনামিতে এই ফ্যাসিবাদী সরকার ভেসে চলে যাবে।’

সংগঠনের সদস্য সচিব অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনের পরিচালনায় পেশাজীবী সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, আবদুস সালাম, অধ্যাপক তাজমেরী এস ইসলাম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট ফজলুর রহমান, জিয়া পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল কুদ্দুস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মামুন আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুল আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম আবদুল্লাহ, মহাসচিব নুরুল আমিন রোকন, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

পেশাজীবী সংগঠনের মধ্যে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্সের রিয়াজুল ইসলাম রিজু, আশরাফউদ্দিন বকুল, এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশনের অধ্যাপক গোলাম হাফিজ কেনেডি, ডক্টরস অ্যাসোসিয়েশনের শহীদ হাসান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অ্যাডভোকেট আবেদ রাজা, ঢাকা আইনজীবী সমিতির অ্যাডভোকেট জয়নাল আবেদীন মেজবাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের শহীদুল ইসলাম, ইউনানী আয়র্বেদী গ্রাজুয়েট ডক্টরস অ্যাসোসিয়েশর মির্জা লিটন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের কাজী সাখাওয়াত হোসেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের ফখরুল আলম, মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের বিপ্লব উজ জামান বিপ্লব, নার্সেস অ্যাসোসিয়েশনের জাহানারা খাতুন, ফিজিও থেরাপী অ্যাসোসিয়েশনের তানভীর উল ইসলাম, জাতীয়তাবাদী সম্মিলিত সাংস্কৃতিক জোটের রফিকুল ইসলাম ও জাতীয়তাবাদী কৃষক দলের শহিদুল ইসলাম বাবুল সমাবেশে বক্তব্য রাখেন।

সারাবাংলা/এজেড/একে

বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর