Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আর্জেন্টিনায় সুদের হার ৬৯.৫ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক
১২ আগস্ট ২০২২ ২০:০৭

ঢাকা:  মুদ্রাস্ফীতিতে লাগাম টানতে ধারাবাহিকভাবে সুদের হার বাড়িয়ে চলেছে আর্জেন্টিনা। দেশটির কেন্দ্রীয় ব্যাংক বৃহস্পতিবার (১১ আগস্ট) সুদের হার ৬০ শতাংশ থেকে বাড়িয়ে ৬৯.৫ শতাংশ নির্ধারণ করেছে।

দুই সপ্তাহ আগে সুদের হার ৬০ শতাংশ নির্ধারণ করেছিল কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া মন্ত্রিসভায়ও কিছু পরিবর্তন এনেছিল সরকার।প্রেসিডেন্ট অ্যালবের্তো ফার্নান্দেজের দীর্ঘ সময়ের অর্থমন্ত্রী সেসময় পদত্যাগ করেন।

বিজ্ঞাপন

এর আগে, গত জুলাইয়ে দেশটিতে পণ্যের দর বেড়েছিল ৭.৪ শতাংশ। জুলাইয়ে দেশটির মুদ্রাস্ফীতি ২০ বছরের মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৭১ শতাংশে পৌঁছায়।

মুদ্রাস্ফীতির বাড়বাড়ন্ত ঠেকাতে সুদের হার আকাশছুঁয়া উচ্চতায় নির্ধারণ করেছে আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকটি এক বিবৃতিতে বলেছে, নতুন সুদের হার বছরের বাকি সময়ের জন্য মুদ্রাস্ফীতি কমাতে সাহায্য করবে। তবে বিশ্লেষকদের মতে, বছরের শেষ নাগাদ দেশটির মুদ্রাস্ফীতির হার ৯০ শতাংশ পর্যন্ত স্পর্শ করবে।

সারাবাংলা/আইই

আর্জেন্টিনা মুদ্রাস্ফীতি টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর