Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম


২৩ এপ্রিল ২০১৮ ১৯:৪২

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ধর্ষণ চেষ্টায় জড়িত তুরাগ পরিবহনের বাস চালক (ড্রাইভার) ও তার সহকারীকে (হেলপার) গ্রেফতার করতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। তারা বলেন, মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে তাদের আইনের আওতায় আনা না হলে সড়ক অবরোধ থেকে শুরু করে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সোমবার (২৩ এপ্রিল) বিকেল ৫টায় উত্তরা ইউনিভার্সিটির ক্যাম্পাসে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষে লিখিত বক্তব্য তুলে ধরেন পারভেজ হোসেন।

এর আগে রোববার (২২ এপ্রিল) দুপুর ১টার দিকে রাজধানীর নর্দা এলাকায় তুরাগ পরিবহনের একটি বাসে উত্তরা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয়। বাস থেকে সড়কে লাফিয়ে পড়ে রক্ষা পান ওই ছাত্রী। এই ঘটনায় ওই তার স্বামী বাদী হয়ে তুরাগ পরিবহনের ড্রাইভার, হেলপার এবং কনডাক্টারকে আসামি করে গুলশান থানায় মামলা দায়ের করেন।

বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীরা তুরাগ পরিবহনের ১৫টি বাস আটকে বিশ্ববিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী প্রতিবাদ করে। পরে পুলিশের আশ্বাসে আন্দোলন থেকে সরে আসে শিক্ষার্থীরা।

অন্যদিকে শিক্ষার্থীরাও উত্তরা-পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দেয়।

পারভেজ হোসেন বলেন, শুধু গ্রেফতার নয়, আমাদের দাবি অপরাধী সবাইকে শাস্তির আওতায় আনতে হবে। পরবর্তীতে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা আর ঘটবে না- মালিকপক্ষ আমাদের কাছে লিখিত দেবেন।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, এ ধরনের অপরাধীদের যেন সহজে চিহ্নিত করা যায় সেজন্য পুলিশের কাছে বাস মালিক, ড্রাইভার, হেলপার ও কন্ডাক্টারের পরিচয়পত্র থাকা উচিৎ। আমাদের দাবি, ড্রাইভিং লাইসেন্স, ভেহিকেল লাইসেন্স, রুট পারমিট ও ফিটনেস ছাড়া কোনো যানবাহন রাস্তায় চলতে পারবে না- এটা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) তদারকি করবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

উত্তরা ইউনিভার্সিটি বাসে ধর্ষণের চেষ্টা

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর