শ্যামলীতে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত
১৩ আগস্ট ২০২২ ১০:৫৫
ঢাকা: রাজধানীর শ্যামলীতে দুই ট্রাকের সংঘর্ষে রনি (৩৫) নামের একজন হেলপার নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন ট্রাক চালক হাসান (৩৮)।
শনিবার (১৩ আগস্ট) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রনিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে সকাল ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরেক ট্রাক চালক মো. উজ্জ্বল মিয়া জানান, রনির বাড়ি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলায়। তার বাবার নাম আবুল কাশেম। ডিসট্রিক্ট ট্রাকে হেলপারের কাজ করতেন রনি। রাতে ট্রাকে পাথর নিয়ে ঢাকায় আসেন। রাতেই ঢাকা থেকে সিমেন্ট বোঝাই করে আবার চাঁপাইনবাবগঞ্জ ফিরছিলেন। পথে শ্যামলীতে আরেকটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুজন আহত হন। সেখান থেকে পুলিশ তাদের উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে তিনি রনিকে পঙ্গু হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যান।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শ্যামলীতে দুই ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে ট্রাকের হেলপার মারা গেছেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/আইই