Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২২ ১৪:১৪

নাটোর: জেলার নলডাঙ্গায় দুই মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নাইম হোসেন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। শনিবার (১৩ আগস্ট) সকালে উপজেলার বাড়ইহাটী এলাকার স্থানীয় সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান,সকালে উপজেলার বাড়ইহাটী এলাকার স্থানীয় সড়কে দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটরসাইকেল চালক নাইমের। আহত হয় তার বন্ধু তানভীর ও অপর মোটরসাইকেল চালক বিলাস। তাদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই অটোরিকশা ফেলে পালিয়ে যায় এর চালক।

সারাবাংলা/এসএসএ

সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর