Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালে লাফিয়ে পড়ে ২ কিশোরের মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২২ ১৮:২০

চট্টগ্রাম ব্যুরো: খেলতে গিয়ে চট্টগ্রাম নগরীর চাক্তাই খালে লাফিয়ে পড়ে তলিয়ে যাওয়া দুই কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৩ আগস্ট) দুপুরে নগরীর বাকলিয়া থানার খাতুনগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

মৃত দুই কিশোর হলেন- মো. মামুন (১৮) ও মো. হৃদয় (১৩)। তাদের বাসা বাকলিয়া থানা এলাকার মহাজের কলোনিতে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সারাবাংলাকে জানান, মামুন ও হৃদয় চাক্তাই খালের পাড়ে সোনা মিয়া ভবনের পাঁচতলার ছাদে খেলছিল। খেলতে গিয়ে একপর্যায়ে তারা ভবনের ছাদ থেকে খালে লাফ দেয়। এসময় খালে জোয়ার ছিল। দুই কিশোর পানিতে তলিয়ে যায়।

বিজ্ঞাপন

বিকেল সাড়ে ৪টার দিকে তাদের লাশ ভেসে ওঠার পর স্থানীয় লোকজন ও পুলিশ মিলে উদ্ধার করে।

সারাবাংলা/আরডি/এনএস

কিশোরের মৃত্যু চট্টগ্রাম চাক্তাই খাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর